সূচক ও লেনদেনে এগিয়ে যাচ্ছে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৫ ১৫:৪৯:০৭

ঢাকা: দীর্ঘদিন পর ইতিবাচক মোড় নিচ্ছে দেশের উভয় শেয়ারবাজার। প্রতিনিয়ত লেনদেন বাড়ছে। পাশাপাশি বাড়ছে সব ধরণের সূচক।
গত ১০ মে থেকে ৫০০ কোটি টাকার ঘরে লেনদেন হচ্ছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এরপর থেকে ক্রমান্বয়ে লেনদেন বাড়ছে। তবে মাঝে একদিন সামান্য লেনদেন কমেছিলো। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭৫ লাখ টাকা। এর আগে গত বছরের ১২ নভেম্বর ডিএসইর লেনদেন হয়েছিলো ৮৪৬ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা।
মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম। লেনদেন হয় মোট ৬৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮মে/এমএন)