logo ০৯ মে ২০২৫
ন্যাশনাল ব্যাংকের ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ মে, ২০১৫ ১১:৪৬:৫৯
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।


ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীর এয়ার পোর্ট রোডে অবস্থিত রেডিসন হোটেলে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ আগস্ট।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৭০ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.২৭ টাকায়। শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৩.৪৯ টাকা।


আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।


১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/১৭মে/জেএস)