logo ০৮ মে ২০২৫
কারণ ছাড়াই বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ মে, ২০১৫ ১১:১৬:৫০
image

ঢাকা: কোনো প্রকার কারণ ছাড়াই গত কয়েকদিন ধরে টানা দর বাড়ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের।ঢাকা স্টক এক্সচেঞ্জের কারণ দর্শানোর নোটিশে এ জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে জানা গেঝে, গত ৯ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসই সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ৪ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১০.৭০ টাকা। এরপর ১৭ মে ১৫১.৯০ টাকায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে মাত্র এক কার্যদিবস শেয়ারের দর কমেছে। সে হিসাবে এ সময়ে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ৪১.২০ টাকা। এর আগে বেশ কিছু কার্যদিবস টানা এ শেয়ারের দরপতন হয়েছিলো।


এদিকে সোমবার লেনদেন শুরুর প্রায় আধঘণ্টায় সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ারের দর সামান্য বেড়েছে। লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৫১.৯০ টাকায়।  


(ঢাকাটাইমস/১৮মে/এমএন)