অকারণেরই দর বাড়ছে ৪ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৫ ১৩:৫৮:১৭

ঢাকা: কোনো প্রকার কারণ ছাড়াই গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির। অস্বাভাবিক দর বাড়ার পেছনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটি জানিয়েছেন কোম্পনিগুলোর কর্তৃপক্ষ।
কোম্পানিগুলো হলো-আরএকে সিরামিকস, ইফাদ অটোস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস ও রহিমা ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা গেছে, গত এক মাস ধরেই আরএকে সিরামিকসের দর টানা বেড়েই চলেছে। এ সময়ে কোম্পানি শেয়ারের দর ৫৪ টাকা থেকে বেড়ে ৭৬ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে এক মাসে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ২২ টাকা।
ইফাদ অটোসের গত ৪ মে থেকে ১৯ মে পর্যন্ত ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর ৭৬.৮০ পয়সা থেকে বেড়ে ১০৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এ হিসাবে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৮.২০ টাকা।
গত ৭ কার্যদিবসে বেঙ্গল উইন্ডসোর কোম্পানির শেয়ারের দর বেড়েছে ২২.৯ টাকা। দরবৃদ্ধির এ হার ৪৬.৩৫ শতাংশ। গত ৭ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৯.৪ টাকা। ১৯ মে মঙ্গলবারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৭২.৩০ টাকায়।
রহিমা ফুডের শেয়ারের দর গত ১০ কার্যদিবসে ১৯ টাকা থেকে বেড়ে ২৯ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। কোম্পানিটির শেয়ারের দর বাড়ার এ হার ৫২.৬৩ শতাংশ।
(ঢাকাটাইমস/২০মে/এমএন)