logo ০৮ মে ২০২৫
সপ্তাহশেষে ২৮.৭৬ শতাংশ লেনেদেন বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মে, ২০১৫ ১৪:২৪:৪৫
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ ২৮.৭৬ শতাংশ বা ৮৫৬ কোটি ৮০ লাখ ৮৮ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি সব ধরণের সূচক বেড়েছে।


সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৩৬ কোটি ৩ লাখ ১৬ হাজার ৬৬২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৯৭৯ কোটি ২২ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকা।


গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৭৬৭ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩৩২ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৫৯৫ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৫৪০ টাকা।


ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৯০ শতাংশ বা ১৬৮ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ বা ৫৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ বা ৩৬ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি একটি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে। লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৪৪২ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ২৫১ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা।


সিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ১৯ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।


(ঢাকাটাইমস/২৩মে/এমএন)