মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৫ ১১:১৯:৩৮
ঢাকা: সম্প্রতি অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির। অস্বাভাবিক দর বাড়ার পেছনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটি জানিয়েছেন কোম্পনিগুলোর কর্তৃপক্ষ।
কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৫ টাকা ।
এদিকে গত ৪ কার্যদিবসে খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ২৪ টাকা থেকে ৩০ টাকা ৪০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৬ টাকা ।
সুহৃদ ইন্ডাস্ট্রিজেরও গত ৫ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে দর বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা।
(ঢাকাটাইমস/২১মে/এমএন)