ঊর্ধ্বমুখী সূচকে শেষ দিনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৫ ১২:৩৬:৪৮
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুতেই মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ১৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২২ পয়েন্টে রয়েছে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৯৮ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৬টির। কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
একই সময়ে অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ১২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টি, কমেছে ৪৫টি ও অপরিবর্তিত রয়েছে ১৩টির।
(ঢাকাটাইমস/২১মে/এমএন)