সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৫ ১৫:৫৭:৩৬

ঢাকা: আগের দিন নিম্নমুখী থাকলেও বৃহস্পতিবার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী ছিলো উভয় শেয়ারবাজারের সূচক। দিনের শেষেও একই পরিস্থিতি বজায় রয়েছে। তবে উভয় বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৮২ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৭৮২ কোটি ৯০ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম। লেনদেন হয় মোট ৬৪ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ১১৭ কোটি ৮৯ লাখ ৭৯ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২১মে/এমএন)