ফের ডিএসইর লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মে, ২০১৫ ১১:১৪:৫৩
ঢাকা: একদিনের ব্যবধানে ফের কারিগরি ত্রুটির কবলে পড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবারও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি স্টক এক্সচেঞ্জটির।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটিজনিত সমস্যার সমাধান হলে লেনদেন শুরু হবে।
২৪ মে, রবিবারও কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা ৫০ মিনিট পর বেলা ২টা ২০ মিনিটে লেনদেন শুরু হয় এবং ৪টায় লেনদেন শেষ হয়।
ব্রোকারেজ হাউসগুলো তাদের ব্যাক অফিসে ফাইল আপলোড করতে না পারার কারণে রবিবার ডিএসইর লেনদেনে যথাসময়ে শুরু করতে পারেনি।
এদিকে ডিএসইর লেনদেন শুরু না হলেও যথারীতি ও যথাসময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন শুরু হয়েছে। রবিবারও সিএসইর লেনদেন যথাসময়ে শুরু ও শেষ হয়।
(ঢাকাটাইমস/২৫মে/এমএম)