তিন ঘণ্টা ৫০ মিনিট পর লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৫ ১১:৩৩:৫০
ঢাকা: কারিগরি ত্রুটির কারণে তিন ঘন্টা ৫০ মিনিট বন্ধ থাকার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চালু হয়েছে।
রবিবার নিয়মানুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে দুপুর ২টা ২০ মিনিটে লেনদেন চালু হয়। বিকাল ৪টা ২০ মিনিটে লেনদেন শেষ হবে।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর বলেন, কারিগরি ত্রুটির কারণে সকাল থেকে লেনদেন বন্ধ ছিল। যে সমস্যা দেখা দিয়েছিল, তা সমাধান করে দুপর ২টা ২০ মিনিটে লেনদেন চালু করা হয়েছে।
তিনি জানান, লেনদেন শুরুর আগেই ডিএসইর সব ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীদের শেয়ারসংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জের মূল সার্ভারে আপলোড করা হয়। কিন্তু আজ সার্ভারের ত্রুটির কারণে তা আপলোড করা যায়নি।
এর আগে গত সপ্তাহজুড়েও লেনদেনের শেষাংশেও কিছু জটিলতা দেখা গেছে। শেষ আধা ঘন্টায় বিপুল সংখ্যক বিনিয়োগকারী শেয়ার কেনাবেচার অর্ডার সংশোধন করায় লেনদেনের গতি অনেকটাই কমে যায়।
এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন যথাসময়ে শুরু ও শেষ হয়।
(ঢাকাটাইমস/২৪মে/এমএন)