logo ০৮ মে ২০২৫
লভ্যাংশ ঘোষণা করেছে ডেল্টা লাইফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৫ ১২:৪৩:২০
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডেল্টা লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুন সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান পরে জানানো হবে। এজিএমের জন্য বিনিয়োগকারী বাছাইয়ে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন।


আগের বছর কোম্পানিটি ৩৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এরমধ্যে ১১ শতাংশ নগদ ও ২৫শতাংশ বোনাস লভ্যাংশ।


(ঢাকাটাইমস/২৪মে/এমএন)