কারণ ছাড়াই দর বাড়ছে ন্যাশনাল হাউজিংয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ১৫:৪২:৫৭
ঢাকা: সম্প্রতি অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। অস্বাভাবিক দর বাড়ার পেছনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কারণ দর্শানোর নোটিশের জবাবে এমনটি জানিয়েছেন কোম্পনি কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষণে জানা যায়, গত ১৫ কার্যদিবসের মধ্যে ১১ দিনই ন্যাশনাল হাউজিংয়ের শেয়ারের দর টানা বেড়েছে। গত ৪ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৭.২০ টাকা। এরপর ২৫ মে অর্থাৎ ১৫ দিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ২৫ টাকায় গিয়ে দাঁড়ায়।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল কোন তথ্য তাদের কাছে নেই।
(ঢাকাটাইমস/২৬মে/এমএন)