logo ০৮ মে ২০২৫
ঊর্ধ্বমুখী সূচকে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ১৫:৫১:৫৫
image

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহের তৃতিয় কার্যদিবসের লেনদেন শেষ করেছে উভয় পুঁজিবাজার। তবে দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।


মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ বেড়ে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিলো ৮৫৫ কোটি ৭৮ লাখ টাকা।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ৭৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৬মে/এমএন)