দু'দিন পর যথাসময়ে লেনদেন শুরু ডিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ১১:৫৫:২৫

ঢাকা: গত দু’দিন রবিবার ও সোমবার কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে সপ্তাহের তৃতিয় কার্যদিবস মঙ্গলবার নির্ধারিত সময়ে বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।
মঙ্গলবার লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এপর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
প্রসঙ্গত, গত ২৪ জুন রবিবার কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ৫০ মিনিট পর বেলা ২ টা ২০ মিনিটে লেনদেন শুরু হয়। শেষ হয় বেলা ৪টায়। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ওইদিন ২ ঘন্টা ২০ মিনিট কম লেনদেন হয়েছে ডিএসইতে।
২৫ জুন সোমবারও কারিগরি সমস্যার কারণে বিলম্বে লেনদন শুরু হয় ডিএসইতে। সকাল সাড়ে ১০ টার পরিবর্তে লেনদেন শুরু হয় বেলা সোয়া ১২ টায়। লেনদেন শেষ হয় বেলা সোয়া ৪ টায়।
(ঢাকাটাইমস/২৬মে/এমএন)