logo ০৭ মে ২০২৫
শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৫ ১৫:৩৩:০৮
image

ঢাকা: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে সূচক বেশ ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা নিম্নমুখী হয়ে পড়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।


বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৭৩১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৯৯ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৮৪২ কোটি ৪৯ লাখ টাকা।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২৬ পয়েন্ট কমে ৮ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১০ পয়েন্ট কমে ১১ হাজার ১৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০২ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ৭৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।


(ঢাকাটাইমস/২৮মে/এমএন)