logo ০৮ মে ২০২৫
লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ মে, ২০১৫ ১৫:৪৫:৫৫
image

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। তবে ডিএসইর প্রধান সূচকেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে।


বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ০ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। লেনদেন হয় মোট ৭৪ কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৭৭ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা।


(ঢাকাটাইমস/২৭মে/এমএন)