logo ০৭ মে ২০২৫
মূল্য সংবেদনশীল তথ্য নেই সামিট পূর্বাঞ্চল পাওয়ারের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ১২:১১:৫৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পূর্বাঞ্চল পাওয়ারের গত এক মাস ধরে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে ডিএসই নোটিশের জবাবে এমনটি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত এক মাসের মধ্যে ১৯ কার্যদিবসে এসপিসিএলে শেয়ারের দর টানা বেড়েছে। গত ৪ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৩.৯০ টাকা। ৩১ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৬৬.৭০ টাকায়।


গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৪১.৪০ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৬৮ টাকা।


(ঢাকাটাইমস/১জুন/এমএন)