সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ১৫:৩৩:২৮

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখীতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে দিনশেষে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।
টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৮৫৮ কোটি ৮১ লাখ টাকা।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ৯৪ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ৬২ লাখ হাজার টাকা।
(ঢাকাটাইমস/৩১মে/এমএন)