logo ০৭ মে ২০২৫
বারাকা পতেঙ্গার বাণিজ্যিক কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
৩১ মে, ২০১৫ ১১:৪০:২৪
image

ঢাকা: বারাকা পাওয়ারের সহযোগী কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার আরও ৩ দশমিক ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।


কোম্পানিটি গত ১০ এপ্রিল থেকে সেকেন্ডারি স্টিম ট্রিবিউন অ্যান্ড জেনারেটরের (এসটিজি) মাধ্যমে এই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বিদ্যুৎ সাপ্লায়ার প্রতিষ্ঠান গ্রীনস পাওয়ার ইকুয়েপমেন্ট পিটিই লিমিটেড গত ২৯ মে এই উৎপাদনের অনুমোদন দিয়েছে। এসটিজি প্লান্টের মাধ্যমে তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে বারাকা পতেঙ্গা। এতে বছরে প্রতিষ্ঠানটির ৬ দশমিক ৪০ শতাংশ জ্বালানি খরচ কমবে।


(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনধি/এমএন)