logo ২৫ মে ২০২৫
আয় কমেছে ওয়াটা কেমিক্যালসের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ১১:৩২:২৬
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালসের আয় ১৯ দশমিক ৬৩ শতাংশ কমেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ওয়াটা কেমিক্যালসের কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৪ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ১.১৯ টাকা।


আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৯৮ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ১.৫৬ টাকা।


(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/এমএন)