logo ০৭ মে ২০২৫
গতি ফিরছে লেনদেনে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুন, ২০১৫ ১৩:১৪:২০
image

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতি দেখা যাচ্ছে। প্রথম দুই ঘণ্টায় দেশের ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।


এদিকে লেনদেনের পাশাপাশি সূচকেও ঊর্ধ্বগতি প্রবণতা বিরাজ করছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে ডিএসই সূচক ডিএসইএক্স বেড়েছে ৭১.৭৪ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬৫৮.৬৯ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।


দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ১০৮.৮৭ পয়েন্ট বেড়ে ৮৭৬২.৯৭ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর।


(ঢাকাটাইমস/১মে/এমএন)