শেয়ার বেঁচবে জিবিবি পাওয়ারের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৫ ১২:২৪:১২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ারের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জিবিবি লিমিটেড নামের এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ২৩ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে।
জিবিবি লিমিটেডের কাছে জিবিবি পাওয়ারের মোট ৬৪ লাখ ৯২ হাজার ৬৯০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে কোম্পানিটি উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করতে পারবে।
(ঢাকাটাইমস/২জুন/এমএন)