logo ০৭ মে ২০২৫
সূচক বাড়লেও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৫ ১৬:১৪:১২
image

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দিনশেষে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও লেনদেনে ব্যপক পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন কম হয়েছে।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে।


এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৫ পয়েন্টে স্থির হয়।


টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ২৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৭২৫ কোটি টাকা।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ১০১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৬০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার টাকা।


(ঢাকাটাইমস/৪জুন/এমএন)