logo ০৪ মে ২০২৫
বাজেট পরবর্তী ব্যাপক উত্থানে বাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১১:৪৫:১০
image

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। সে হিসেবে আজ রবিবার দেশের শেয়ারবাজারে বাজেট পরবর্তী প্রথম লেনদেন হচ্ছে। বাজেটে শেয়ারবাজার সম্পর্কিত বেশ কয়েকটি সুখবর থাকায় দিনের শুরু থেকেই ব্যপক উত্থানে রয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ।


রবিবার প্রথম ঘণ্টায় ২৩০ কোটি টাকা লেনদেন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এছাড়া সূচকও রয়েছে বেশ ঊর্ধ্বমুখী।


বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসই প্রধান ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৪ পয়েন্টে।


লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টি কোম্পানির। আর দর কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।


লেনদেনের প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সিএসইএক্স সূচক ১২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৪ পয়েন্টে। সিএস৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে।


(ঢাকাটাইমস/৭জুন/এমএন)