logo ০৪ মে ২০২৫
প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে এনসিসি ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১১:২৩:৪৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ও ব্যাংকটির ইপিএস ছিল ১৭ পয়সা।


ব্যাংকটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রথম ৩ মাসে ব্যাংকটি কর পরবর্তী মুনাফা করেছে ২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।


ব্যাংকটি সমাপ্ত অর্থবছরে সাড়ে ১০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে ৩১ মার্চ ২০১৫ ব্যাংকের ইপিএস দাড়ায় ২৯ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকের ইপিএস ছিল ১৬ পয়সা।


(ঢাকাটাইমস/৭জুন/এমএন)