logo ০৪ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৫ ১৪:২২:৪১
image

ঢাকা: সপ্তাহশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ ১৯.৩০ শতাংশ বা ৭২০ কোটি ৯৫ লাখ টাকা কমেছে। তবে সব ধরণের সূচকে ইতিবাচক ধারা বজায় রয়েছে।


গেলো সপ্তাহে সরকারি ছুটির কারণে দেশের শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। চার কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ১৫ কোটি ২ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল  ৩ হাজার ৭৩৫ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ১৬৫ টাকা।


তবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৭৫৩ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৭৪৭ কোটি ১৯ লাখ ৪৫ হাজার ৪৩৩ টাকা।


এদিকে লেনদেন কমলেও সপ্তাহশেষে সব ধরণের সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০৩ শতাংশ বা ৪৬ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৫ শতাংশ বা ৩৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ বা ১৮ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।


সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। লেনদেনের দ্বিতীয় স্থানে ছিলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, তৃতীয় স্থানে ছিলো বাংলাদেশ সাবমেরিন কেবল।


এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ার, খুলনা পাওয়ার, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আরএকে সিরামিকস বাংলাদেশ ও বারাকা পাওয়ার লিমিটেড।


(ঢাকাটাইমস/৫জুন/এমএন)