দিনশেষে সূচক ও লেনদেনে ভাটা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ জুন, ২০১৫ ১৫:৫০:০৬

ঢাকা: দিনের শুরুতে ব্যাপক ঊর্ধ্বমুখীতায় লেনদেন হচ্ছিলো উভয় পুঁজিবাজারে। তবে বেলা বাড়ার সাথে সাথে লেনদেন ও সূচকে ভাটা পড়ে যায়। বাজেট পরবর্তী লেনদেনের কারণে সূচক ও লেনদেনের এ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিলো বলে ধারণা করেছিলেন বাজার সংশ্লিষ্টরা।
রবিবার লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ২৩০ কোটি টাকা লেনদেন হয়েছিলো প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে দিনশেষে লেনদেন দাঁড়ায় ৬৪৮ কোটি টাকা।
এদিকে দিনের শুরুতে সূচকও বেশ ঊর্ধ্বমুখী ছিলো। দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৫ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ৭৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ১০১ কোটি ১১ লাখ ১৭ হাজার টাকা।
(ঢাকাটাইমস/৭জুন/এমএন)