ফ্যামেলিটেক্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৫ ১৩:০৬:৩৮
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফ্যামেলিটেক্সের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদ মোর্শেদ নামে এক উদ্যোক্তা ও পরিচালক তার হাতে থাকা ফ্যামেলিট্যাক্সের ৪ কোটি ১৭ লাখ ৩৮ হাজার শেয়ারের মধ্যে বোনাস লভ্যাংশ হিসাবে প্রাপ্ত ৮০ লাখ শেয়ার বিক্রি করবেন। বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এ সব শেয়ার বিক্রি করবেন।
উল্লেখ্য, মোর্শেদ নামে ওই উদ্যোক্তা পরিচালক এর আগে ১৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। ৩১ মে শেয়ার বিক্রির এ ঘোষণা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল।
(ঢাকাটাইমস/৯জুন/এমএন)