জমি কিনেছে ফার কেমিক্যাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৫ ১১:১৯:৪৭
ঢাকা: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পূর্ব ঘোষণা অনুযায়ী জমি কিনেছে। কোম্পানিটি প্রথম পর্যায়ে ২৭ ডেসিমেল জমি কিনেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেজিস্ট্রেশন খরচসহ এই জমি কিনতে কোম্পানির মোট ৪৬ লাখ ৯১ হাজার ১০০ টাকা খরচ হয়েছে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। কোম্পানিটি ডাইস ও কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের জন্য জমি কিনেছে।
(ঢাকাটাইমস/৯জুন/এমএন)