logo ০৩ মে ২০২৫
লাফার্জ সুরমার পর্ষদ সভা বিকালে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৫ ১২:৪২:২৬
image

ঢাকা: সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। এই কোম্পানির বৈঠক আজ ১০ জুন বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বৈঠকে কোম্পানির ৩১ মে ২০১৫ সমাপ্ত বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


উল্লেখ্য, প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) লাফার্জ সুরমার শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ পয়সা। সে হিসেবে ইপিএস কমেছে ৭ দশমিক ৪১ শতাংশ।


হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৫৮ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৬২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।


(ঢাকাটাইমস/১০জুন/এমএন)