logo ০৩ মে ২০২৫
দর বাড়ার কারণ নেই আলহাজ টেক্সটাইলের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৫ ১০:৫০:২৬
image

ঢাকা: কোনো প্রকার কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলের শেয়ারের দর বাড়ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।


সাম্প্রতিক সময়ে দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানি কর্তৃপক্ষ দর অস্বাভাবিক হারে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে।


কোম্পানিটির গত একমাসের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা দর কমতে থাকে কোম্পানিটির শেয়ারের। ওই সময়ে এর শেয়ারের দর ৭৫ টাকা থেকে ৭২ টাকায় নামে। এরপর থেকে দর বাড়া শুরু হয়। গত চার কার্যদিবসে একদিন বাদে প্রতিদিনই দর বাড়ে এ শেয়ারের। এতে শেয়ারের দাম ৮৭ টাকা ৮০ পয়সায় ওঠে।


মূলত এ কারণে ডিএসই কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ পাঠায়।


(ঢাকাটাইমস/১১জুন/এমএন)