logo ০৩ মে ২০২৫
ফের এজিএমে নিষেধাজ্ঞা আর এন স্পিনিংয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুন, ২০১৫ ১৩:৩১:৪৯
image

ঢাকা: উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্তি আর এন স্পিনিংয়ের আগামী ৬ মাসেও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হচ্ছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ মে এক আদেশে এজিএম অনুষ্ঠানে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে আদালত।


এজিএম অনুষ্ঠানে নিষেধাজ্ঞার কারণে ২০১২ থেকে লভ্যাংশ ঘোষণা করতে পারছে না আর এন স্পিনিং।


প্রসঙ্গত, রাইট শেয়ার ইস্যুতে জালিয়াতির অভিযোগে আরএন স্পিনিং মিলস লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের ২০১২ সালের ২০ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত শেয়ার বিক্রি/হস্তান্তর বা উপহার দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ ছাড়া ২০১৩ সালের এক আদেশে আর এন স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের ফারুক ও সচিব হুমায়ন কবিরকে বরখাস্ত করে নিয়ন্ত্রণ সংস্থাটি। উপরন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিতে যোগদানে ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এ ছাড়া আইন ভঙ্গ করায় কোম্পানিকে ১০ লাখ, ব্যবস্থাপনা পরিচালককে ৫০ লাখ, পরিচালক কিম জং সুককে ৫০ লাখ এবং পরিচালক শিরিন ফারুখকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


(ঢাকাটাইমস/১১জুন/এমএন)