logo ০৩ মে ২০২৫
রমজানে পুঁজিবাজারে লেনদেন তিন ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৫ ১৫:২৮:০৩
image

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারে চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা লেনদেন হবে। ডিএসই এবং সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল সাড়ে ১০ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলতো সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে লেনদেনের এ সময় এক ঘণ্টা কমানো হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও একই সময় পর্যন্ত অফিস চলবে।


(ঢাকাটাইমস/১২জুন/জেবি)