logo ০২ মে ২০২৫
সামিট এলায়েন্সের সব শেয়ার বিক্রি করবে সামিট ইন্ডাস্ট্রিয়াল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৫ ১৩:০৮:৫১
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট এলায়েন্স পোর্টের (এসএপোর্ট) সব শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানির করপোরেট উদ্যোক্তা সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল করপোরেশন।


আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার বিক্রয় সম্পন্ন করবে করপোরেট উদ্যোক্তা কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল করপোরেশনের কাছে সামিট এলায়েন্স পোর্টের ৪৫ লাখ ৮৭ হাজার ৮৩৩ টি শেয়ার রয়েছে। সব শেয়ারই বিক্রি করে দিবে সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল করপোরেশন। আগামী ৩০ কার্যদিবসে বর্তমান বাজার দরে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্টে এসব শেয়ার বিক্রি করা হবে।


(ঢাকাটাইমস/১৬জুন/এমএন)