logo ০২ মে ২০২৫
অকারণে দর বাড়ছে দুই কোম্পানির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৫ ১৫:৩৫:২৭
image

ঢাকা: সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এমন জবাব দিয়েছে কোম্পানি দুটি।


বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত ৩ কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বেড়েছে ১.৬ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা। ১৭ জুন কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৪.১০ টাকায় গিয়ে দাঁড়ায়।


তবে গত ৩ কার্যদিবসে টানা দর বাড়লেও এর আগে টানা পতন হয়েছিল কোম্পানির শেয়ার দরে। দেখা যাচ্ছে, গত ২১ মে কোম্পানির শেয়ারের দর ছিল ১৪.৮০ টাকা। এরপর টানা দরপতনে ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর এক মাসের মধ্যে সর্বনিম্ন ১২.৫ টাকায় নেমে আসে।


অপরদিকে গত ৩ কার্যদিবসে রংপুর ডেইরী ফুডের শেয়ারের দর বেড়েছে ২.৩ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১০.৫০ টাকা। ১৭ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১২.৮ টাকায় গিয়ে দাঁড়ায়।


(ঢাকাটাইমস/১৮জুন/এমএন)