logo ০২ মে ২০২৫
সূচক ও লেনেদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৫ ১৫:৫৮:৩৬
image

ঢাকা: সূচকের পতনের মধ্য দিয়ে দিনশেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।


বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭৪২ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৪৭ কোটি ১৫ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৯৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। লেনদেন হয় মোট ৩১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৮জুন/এমএন)