ব্যবসা সম্প্রসারণ করছে হাক্কানি পাল্প
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ১১:৪৬:০৮
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্পের পরিচালনা পর্ষদ বিএমআরই এবং টিস্যু প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০১৬ সালের জুলাই থেকে টিস্যু প্রকল্পের পরিক্ষামূলক ও বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রাইটিং প্রিন্টিং ও গ্লোসি পেপার প্রকল্পের কাজ ২০১৭ সালের জুলাই থেকে শুরু হবে।
এই নতুন প্রকল্পে কোম্পানির প্রতিদিন ৬০ টন উৎপাদন ক্ষমতা বাড়বে। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৪২ কোটি ২৫ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে। কোম্পানিটি সোস্যাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেবে।
অন্যদিকে কোম্পানিটি বিদ্যামান বর্জ্য শোধনগার (ইটিপি) পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দিনে কোম্পানির ১২০০ ঘন মিটার বর্জ্য শোধন করা সম্ভব হবে ।
(ঢাকাটাইমস/১৭জুন/এমএন)