logo ০২ মে ২০২৫
সপ্তাহশেষে লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৫ ১২:০৯:০৬
image

ঢাকা: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে। একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।


গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ২১ লাখ ২২ হাজার ২৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৬৭৪ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ২৪৯ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৭৩৮ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২২৩ টাকা বা ২৭ দশমিক ৬১ শতাংশ।


গত সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে। গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৪০৫ টাকা। গত সপ্তাহে এর পরিমাণ ছিলো ৫৩৪ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৫০ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ২৭ দশমিক ৬১ শতাংশ।


গেলো সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ১০ শতাংশ বা ৪ পয়েন্ট বেড়েছে। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ বা দশমিক ১০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৪৪ শতাংশ বা দশমিক ২২ পয়েন্ট।


সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দর। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২০২ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৮০০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের সপ্তাহে লেনদে হয়েছিলো ৩১৬ কোটি ৬ লাখ ৬৮৪ টাকা। গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১ দশমিক ০৮ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ০ দশমিক ১৫ শতাংশ।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।


(ঢাকাটাইমস/২০জুন/এমএন)