logo ০২ মে ২০২৫
বুধবার আমান ফিডের লটারির ড্র
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১২:৪০:২০
image

ঢাকা: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিওতে) আসা আমান ফিড লিমিটেডের লটারির ড্র আগামী ২৪ জুন বুধবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ ড্র অনুষ্ঠিত হবে।


আমান ফিডের আইপিওতে ৭২ কোটি টাকার বিপরীতে মোট ৯১০ কোটি টাকার আবেদন জমা হয়েছে। যা কোম্পানির মোট চাহিদার ১২ দশমিক ৬৩ গুণ আবেদন।


এর আগে গত ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত আমান ফিডের আইপিওর আবেদন জমা নেওয়া হয়। স্থানীয় এবং অনিবাসী বাংলাদেশি- উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য এই সময়সীমা প্রযোজ্য ছিল।


এই কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পায়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৭২ কোটি টাকা সংগ্রহ করবে।


(ঢাকাটাইমস/২১জুন/এমএন)