logo ০২ মে ২০২৫
দিনশেষে সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৫ ১৫:৫০:১৬
image

ঢাকা: আগের কার্যদিবসের রেশ ধরে সূচকের পতনের মধ্য দিয়ে দিনশেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার। একইসঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৩১ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১১ হাজার ১৭৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৮৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয় মোট ২৪ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৮৪ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২১জুন/এমএন)