logo ০২ মে ২০২৫
কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুন, ২০১৫ ১৫:৫৬:১৩
image

ঢাকা: মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনশেষে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমেছে।


তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। দিনশেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২১ পয়েন্ট।


আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৭২ কোটি ২৩ লাখ টাকা বেশি। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৩ পয়েন্টে।


দিন শেষে লেনদেন হওয়া ১১২টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৪৪টি এবং অপরিবর্তীত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, কেপিসিএল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপি, বিএসআরএম ও এমজেএল।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। দিন শেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে।


সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টি, কমেছে ১১৬টি ও অপরিবর্তীত রয়েছে ২৫টি।


(ঢাকাটাইমস/২২জুন/জেএস)