logo ০১ মে ২০২৫
`এ' ক্যাটাগরিতে লাফার্জ সুরমা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৫ ১২:১৯:৪৫
image

ঢাকা: তালিকাভুক্তির ১২ বছর পর ‘জেড’ক্যাটাগরি থেকে ‘এ’ক্যাটাগরিতে উন্নীত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয় কোম্পানিটি।


গত ১১ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ওই লভ্যাংশ অনুমোদন করে। শেয়ারহোল্ডারদের কাছে লভ্যাংশ বিতরণ সম্পন্ন করে সোমবার দুই স্টক এক্সচেঞ্জে এ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট পাঠায় কোম্পানিটি। এর ভিত্তিতে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ মঙ্গলবার কোম্পানিকে এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।


২০০৩ সালে গ্রিনফিল্ড কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লাফার্জ সুরমা সিমেন্ট। এরপর লোকসান ও আইন জটিলতার কারণে লভ্যাংশ ঘোষণা করতে পারেনি কোম্পানিটি। মাঝে তিন বছর উৎপাদন বন্ধ রাখে লাফার্জ। অবশেষে ২০১৪ সালে লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।


(ঢাকাটাইমস/২৩জুন/এমএন)