কারণ ছাড়াই দর বাড়ছে ঢাকা ডায়িংয়ের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৫ ১১:১৬:৫০
ঢাকা: সম্প্রতি অস্বাভাবিক হারে ধরে শেয়ারের দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডায়িং। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা গেছে, গত ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েই চলেছে। ৯ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১ টাকা ৬০ পয়সা।এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বাড়ে।২২ জুন পর্যন্ত এ শেয়ারের দর ১৭ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।
মূলত এ অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ডিএসই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবে, দর বাড়ার পেছনে মুল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৩জুন/এমএন)