logo ০১ মে ২০২৫
প্রিন্টিং প্রজেক্ট কিনবে মোজাফফর স্পিনিং
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ১১:৩২:৪৯
image

ঢাকা: বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ প্রিন্টিং প্রজেক্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রজেক্ট কিনতে কোম্পানির ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রজেক্ট কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


জানা গেছে, এই প্রজেক্টের মাধ্যমে মোজাফফর হোসেন স্পিনিং মিলসের টার্নওভার বাড়বে ২০ কোটি টাকা। আর কোম্পানির নিট মুনাফা বাড়বে ৮ কোটি টাকা। এই প্রজেক্টের মাধ্যমে কোম্পানিটি ২৫ শতাংশের বেশি মুনাফা করতে পারবে। কোম্পানিটি চলতি বছরের অক্টোবর থেকে এই প্রকল্পের সুবিধা পাবে।


(ঢাকাটাইমস/২৪জুন/এমএন)