logo ০১ মে ২০২৫
নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ১৫:৪৩:২৫
image

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। একইসঙ্গে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।


বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৭১৭ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। লেনদেন হয় মোট ২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকা।


(ঢাকাটাইমস/২৪জুন/এমএন)