logo ০১ মে ২০২৫
শেষ দিনেও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুন, ২০১৫ ১৫:২৬:৩৪
image

ঢাকা: টানা ছয় দিন ধরে পতন হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।


বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ০৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭১৫ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৩৭২ কোটি ৮০ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৩০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। লেনদেন হয় মোট ৩৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৯০ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৫জুন/এমএন)