logo ০১ মে ২০২৫
লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৫ ১২:০৭:৪৩
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রাইম লাইফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ আগস্ট রাজধানীর রমনার ইস্কার্টন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই।


আগের বছরও কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তবে এরমধ্যে ১০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।


(ঢাকাটাইমস/২৮জুন/এমএন)