logo ০১ মে ২০২৫
৬ কার্যদিবস পর ঊর্ধ্বমুখী সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৫ ১৫:৩৯:০৬
image

ঢাকা: টানা ছয় কার্যদিবস পর ঊর্ধ্বমুখী সূচকে উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণও সামান্য বেড়েছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৮ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


এদিন টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৬২ কোটি ০৩ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৪৬ কোটি ৬২ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম। লেনদেন হয় মোট ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৪ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২৮জুন/এমএন)