দর বাড়ার কারণ নেই মিরাকল ইন্ডাস্ট্রিজের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৫ ১২:২৫:০৫
ঢাকা: বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গত বৃহস্পতিবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোম্পানির শেয়ারের দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১০ কার্যদিবসে মাত্র ২ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ১২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়।
মূলত এ কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৮জুন/এমএন)