logo ০১ মে ২০২৫
লভ্যাংশ ঘোষণা করেছে বিডি সার্ভিসেস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৫ ১১:৫৭:১৭
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি সার্ভিসেস ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারাগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই।


২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ি কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে .৩৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮.৬৬ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.৮৭ টাকা।


আগের বছরও কোম্পানি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৪ সালে বিডি সার্ভিসেস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


(ঢাকাটাইমস/৩০জুন/এমএন)